So the fiasco goes on. Apparently today none from World Bank showed up at a Local Consultative Group meeting that takes place between the partners of the Padma Bridge project. Right about now, things are getting confusing. The high and highest government mouths have already spoken that the World Bank is out of the equation, unless they say 'Sorry', and so, why were we expecting them at the meeting? Oh well.
Well, now, the government's stance is that we'll pay for the bridge ourselves. One member has said if needed, we'll shop for groceries less, meaning we'll forfeit lunch maybe. Others are also coming up with ideas on how to get the chips out of the unsuspecting citizens. Some gov. office declared they will provide their day's salary for the bridge (you bribe taking fox, now licking the bottoms again!). On this note, I've found someone said something on Facebook that makes sense, he or she said, he or she doesn't want to pay a dime.
Heres why -
Well, now, the government's stance is that we'll pay for the bridge ourselves. One member has said if needed, we'll shop for groceries less, meaning we'll forfeit lunch maybe. Others are also coming up with ideas on how to get the chips out of the unsuspecting citizens. Some gov. office declared they will provide their day's salary for the bridge (you bribe taking fox, now licking the bottoms again!). On this note, I've found someone said something on Facebook that makes sense, he or she said, he or she doesn't want to pay a dime.
Heres why -
আমি পদ্মা সেতুতে টাকা দিবনা।I feel sad amidst all this, that my fellow citizens seem to be blind about the concept of 'conflict of interest'. Our PM and other Ms have mentioned that since the money wasn't transferred yet, how can there be corruption? However, a businessman like Abull Hossain in a position like Communications Ministry, gives rise to conflict of interest. A person like Shahajahan who has retained his supremacy in the bus owners' asssociation is a conflict of interest. Even if there wasn't an instance of corruption yet, these people are more likely to act for their own interests. Say what?
সুরঞ্জিত সেনগুপ্ত বললেন "মোবাইল ব্যাবহারকারিদের কাছ থেকে প্রতিদিন ২ টাকা তোলা হোক ", আজ মাননিয় স্পিকার বললেন ২৫ পয়সার কথা। নাসিম সাহেব বলেছিলেন "সরকারি সেবার উপর চার্জ বসানো হোক", সংসদ উপনেতা একবেলা বাজার করবেন না (তিনি কয় বেলা বাজার করেন?), গোলাম মাওলা রনি একধাপ এগিয়ে "প্রয়োজনে কিডনি বিক্...রি করবেন"। কেউ শেয়ার বাজার, কারো চোখ রেমিটেন্স এর দিকে - ইত্যাদি, ইত্যাদি, ইত্যাদি।
অথচ সরকার বা বিরোধী দলের কেউ বলেনা "শুল্কমুক্ত যে গাড়ি আমদানি তারা এতদিন করেছে তার শুল্ক এখন আদায় করা হোক, কিংবা এখন থেকে এই সুবিধা বাতিল করা হোক, এমপি-মন্ত্রীদের যে হাজার হাজার টাকা ফোনের বিল এখনও বকেয়া সেটা আদায় হোক", একজনও বলেনা শেয়ারবাজার থেকে যে বিশ হাজার কোটি টাকা লুট হল সেটা উদ্ধার করে পদ্মা সেতু হোক, বর্তমান-সাবেক মন্ত্রী আর তাদের এপিএসদের যে হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সেগুলো বাজেয়াপ্ত করে সেতু হোক, তাদের বেতন ভাতা, গাড়ি, বাড়ির সুবিধা কমিয়ে পদ্মা সেতু করা হোক, প্রতি অধিবেশনে প্রতি কার্জ দিবসে কোন রকম মুখ দেখানোর বিনিময়ে তারা যে ৫০০ টাকা পায় সেটা পদ্মা সেতুর ফান্ডে রাখা হোক, কেউ বলেনা যে সব সরকারেরই আমলে দুর্নীতির মাধ্যমে যে টাকা লুট হয়েছে সেটা উদ্ধার করা হোক, ঋণ খেলাপিদের ঋণ আদায় করে পদ্মা সেতু করা হোক।
শুধু জনগন দিবে? তারা সবাই মিলে মিশে খাবে আর আমরা খালি দিয়ে যাবো?
আমার যদি ১ টাকা দেয়ারও সামর্থ্য থাকে, আমি তাও দিবনা। (সংগ্রহীত)
0 Comments:
Post a Comment