Cover by Somor Mojumdar
1998 was 15 years ago. 1998 was the year I started university. Before that, I remember long bouts of load-shedding during important exams, or short 3-4 hours of having electricity, and walking around the dark neighborhood at night when studying by the emergency lamps became a headache. Before that I remember walking about 30 minutes to a friend's house to play cricket in the afternoons, whereas I wouldn't walk that same distance to school since school was closed for security reasons. It was the time of the BAL's non-cooperation movement to get 'caretaker government' system in place (which they announced unconstitutional this year). Before that I remember a movement to oust Ershad from his presidency and enjoyed the satiric cartoons that were in Unmad and Cartoon.

As a teen in 1998, I was lightly aware of politics as it existed and it didn't really affect me. I wasn't a taxpayer or a voter. Now, is a different story.

In 1998, Humayun Azad (হুমায়ুন আজাদ) wrote a book titled Politicians (রাজনীতিবিদগণ), which as I read, I see that the bitterness I feel towards the idiosyncrasies I see in politics today, are nothing compared to what he penned down there. The book is satiric too, with fictitious names used to draw real characters and a landscape that reflects the continuing reality of politics in Bangladesh.

Here's what it reads like (going over a to-do list for politicians before an election):

নিম্নলিখিত জিনিসগুলি তাগো দ্যাখতে হইবো, নাইলে চলবো না:

(১) ক্যাডারভাইরা ঠিক আছে কি না, তাগো যন্ত্রপাতি ঠিক আছে কি না, তাগো আরো যন্ত্রপাতি লাগবো কি না, আরো নতুন ক্যাডারভাই লাগবো কি না; ক্যাডারভাইরা অন্য রাজবংশে চইল্যা যাইতে চাইছে কি না- এইটা খারাপ লক্ষণ, এমুন হইলে বোঝতে হইবো ওই রাজবংশই ক্ষেমতায় আসবো; খালি ঢাকা শহরের ক্যাডারভাইদের ঠিক রাখলে চলবোনা, দ্যাশ-এর প্রত্যেইক গ্রাম, প্রত্যেইক ইউনিয়ন, প্রত্যেইক থানার ক্যাডারভাইদের ঠিক রাকতে হইবো; ক্যাডারভাইরা দ্যাশের মূলশক্তি;
(২) ইনভার্সিটির হলগুলি দখলে আছে কি না; ইনভারসিটি দখলে থাকলে আল্লাহর রহমতে দ্যাশ দখল করনে অসুবিধা হইবো না; ইনভারসিটিই বাংলাদেশ, এইটা দখল রাখতে হইবো; এইজইন্যে দুই চাইরটা লাশ পরলেও ক্ষতি নাই;
(৩) নিজেগো রাজবংশ হইতে সুবিধাবাদী রাজপুরুষরা অন্য রাজবংশে চ'লে যাইতেছে কি না, চ'লে যাওনের পথ খোজ্তেছে কি না এইটা দ্যাকতে হইবো;
(৪) অন্য রাজবংশ হইতে ভালো ক্যান্ডিডেট ভাগাইয়া আনন যায় কি না, কারে কারে ভাগাইয়া  আনলে লাব হইবো; কয়টা জেনারেল ব্রিগেডিয়ার মেজর কর্নেল দলে যোগ দিতে চাইছে, কয়টা সেক্রেটারি দলে আসতে চাইছে, কয়টা ব্যাংক ডিফল্টার যোগ দিতে চাইছে, অন্য দলের কয়টা প্রাক্তন মন্ত্রী এমপি মেয়র দলে যোগ দিতে চাইছে, কয়টা নামকরা রাজাকার দলে যোগ দিতে চাইছে, কয়টা রজাকার ভাগাইয়া আনন যাইবো, রাজাকারগো অবস্থা আইজকাইল ভালো;
(৫) কন্ত্রিবিউটাররা ঠিক মতো চান্দা দিতেছে কি না; কে কে চান্দা দেওন বন্ধ করছে, আর কে কে নতুন চান্দা দিতেছে; নতুন কন্ত্রিবিউটার আসলে বোঝতে হইবো দল এইবার জিতবো; চান্দা বেশি কইরা তোলতে হইবো, বেশি চান্দা পাইলে বোঝতে হইবো দল জিতবো;
(৬) দ্যাকতে হইবো ব্যাংক ডিফল্টারগুলি ঠিক আছে কি না; তারা মোটা ট্যাকা দিতেছে কি না, আর কয় কোটি কইরা তাগো থিকা তোলন যাইব; তারা কোন বংশের দিক ঝোকতেছে সেইটা দ্যাকতে হইবো, তারা যেই দিকে ঝোকবো সেই দিকই ক্ষেমতায় আসবো; দ্যাকতে হইবো তাগো কারখানায় ক্যাডারভাই পাঠাইতে হইব কি না;
(৭) ক্যান্ডিডেটরা কে কয় কোটি ট্যাকা দিতে পারবো সেইটা দ্যাকতে হইবো, স্মাগলার পাইলে বোঝতে হইব ভাল মালপানি হাতে আছে, পাচদশ কোটি খসায়তে কস্ট হইব না, তাগো ক্যান্ডিডেট করনই ভালো হইব; আর দ্যাকতে হইব তারা নির্বাচনরে অবাধ নিরপেক্ষ রাইখা ভোটার ভাগাইতে পারবো কি না;
(৮) ডিছি, ওছি, এছ্পি, টএনওগুলিরে ঠিক রাকতে হইবো; অরা ঠিক থাকলে অবাধে ভোটের বাক্স বোঝাই হইবো, নিরপেক্ষতা রক্ষা পাইবো;
(৯) আরও বিবিধ রকম জিনিশ দ্যাকতে হইবো, সময় বুইঝ্যা কাম করতে হইবো|

There are more passages that I feel strongly to share or put out there, and maybe I will. Through his satire he just paints a picture that makes much more sense than what these 'leaders' would like us to believe.